সতের বছরে মানবজমিন
বাংলাদেশের প্রথম ট্যাবলয়েড দৈনিক মানবজমিন ১৭তম বর্ষে পদার্পণ করেছে। ১৯৯৮ সালের এই দিনে পত্রিকাটির যাত্রা শুরু হয়। সম্প্রতি কিছু সাহসী প্রতিবেদনের জন্য মানবজমিন বেশ আলোচনায় রয়েছে। অনলাইনেও পত্রিকাটির জনপ্রিয়তা উল্লেখ করার মতো।
মানবজমিনের প্রতিষ্ঠাতা সম্পাদক মতিউর রহমান চৌধুরী। দক্ষ ও পেশাদার সাংবাদিক হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। সাম্প্রতিককালে টেলিভিশনে অ্যাঙ্কর হিসেবেও সুনাম অর্জন করেছেন তিনি।
১৯৭৪ সালে বাংলার বাণীতে স্টাফ রিপোর্টার হিসেবে মতিউর রহমান চৌধুরীর কর্মজীবন শুরু। তিনি কাজ করেছেন দেশবাংলা, সংবাদ, ইত্তেফাক ও আজকের কাগজে। বাংলাবাজার পত্রিকারও প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি।