তুরস্কে বিল পাস বিতর্কে নাক ভাঙ্গলো এমপির

Turkyতুরস্কের বিচার বিভাগ নিয়ন্ত্রণের একটি আইন পাশ করাকে কেন্দ্র করে এবার সংসদে নাক ভাঙ্গলো বিরোধীদলের এক এমপির। দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তায়েফ এরদোগান সংসদে এই বিলের প্রস্তাব উত্থাপন করেন। শনিবার সংসদে তুমুল হট্টগোগের ভিতর এ বিল পাস করা হলো। খবর বিবিসি।
খবরে বলা হয়, নতুন এ বিল উত্থাপনের ফলে সর্বোচ্চ বিচার বিভাগ এখন সরকারের মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকবে। এদিকে বিচারকরা বলছেন, এ ধরনের আইন সংবিধান বর্হিভূত, এর ফলে বিচারকদের স্বাধীনতা খর্ব হবে।
বিল উত্থাপনকালে বিরোধীদলের ন্যাশনেলিস্ট মুভমেন্ট পার্টির এমপি ওজকান ইয়ানসেরি বলেন, এ ধরনের উদ্যেগ দুর্নীতি রোধে তদন্ত বাধাগ্রস্থ করবে। এর জন্য আলোচনায় বসা প্রয়োজন। এসময় সংসদে চলা বিতর্কে হট্টগোল বেধে যায়। এর একপর্যায়ে ধস্তাধস্তিতে নাক ভেঙ্গে দেয়া হয় বিরোধীদলীয় এমপি আলী ইইসান খখতুর্ক এর।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button