হাটহাজারী মাদ্রাসার দস্তারবন্দী সম্মেলন সম্পন্ন
মো:আলাউদ্দীন: বাংলাদেশের ঐতিহ্যবাহী বৃহৎ কওমী শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন (বিশেষ সমাবর্তন) ১৪ ফেব্রুয়ারি শুক্রবার মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয়। মাহফিলের পাশাপাশি দস্তারবন্দী সম্মেলন বা বিশেষ সমাবর্তনে বিগত ১৪৩৩ ও ১৪৩৪ হিজরীর দাওরায়ে হাদীস (টাইটেল) উত্তীর্ণ ছাত্রদেরকে বিশেষ সম্মানসূচক পাগড়ি প্রদান করা হয় বলে জানা গেছে।
দুই পবের সমাবর্তনের প্রথম পর্ব ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয় পর্ব ১৪ ফেব্রুয়ারি বাদ ইশা অনুষ্ঠিত হয়। সমাবর্তনে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা থেকে উত্তীর্ণ বিগত দুই বছরের প্রায় ৫ হাজার তরুণ আলেমকে সম্মানসূচক পাগড়ী প্রদান করা হয়।
দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ হিদায়াতী বক্তব্য ও আখেরী মুনাজাত পরিচালনা করেন দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর পীরে কামেল আল্লমা শাহ আহমদ শফী।
দেশের সর্ববৃহৎ ও প্রাচীন ঐতিহ্যবাহী বেসরকারী এ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তনে সমকালীন মুসলিম বিশ্ব পরিস্থিতি ও ইসলামের সার্বিক দিক-নির্দেশনা প্রদান করে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শীর্ষস্থানীয় উলামা মাশায়েখগণ কুরআন-হাদীস ভিত্তিক বক্তব্য রাখেন।