ব্রিটেনের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ে গর্ভবতী নারীসহ নিহত ৪
ব্রিটেনের দক্ষিণাঞ্চলে শুক্র ও শনিবারের ঘূর্ণিঝড়ে একজন গর্ভবতী নারীসহ অন্তত চারজন নিহত হয়েছে। শুক্রবারের ঝড়ে ইংলিশ চ্যানেলের একটি ক্রুজ জাহাজ ক্ষতিগ্রস্ত এবং এর আরোহী ৮৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় ৭০ বছর বয়সী এক নারীসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছে। আহত ওই নারীকে হেলিকপ্টারে করে ফ্রান্সের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সঙ্গে একটানা ভারী বৃষ্টিপাতের ফলে কোনো কোনো এলাকায় বন্যা দেখা দিয়েছে।
ওয়ালেসের গুয়েন্ট কাউন্টিতে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার মধ্যে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ২০ বছর বয়সী এক গর্ভবতী নারী গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়ার পথে গর্ভের শিশুসহ তিনি মারা যান।
এ ছাড়া, লন্ডনের হলবর্ন এলাকায় ঝড়ো হাওয়ার কারণে একটি নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী একটি গাড়ির উপর পড়লে এর নারী চালক নিহত ও অপর তিনজন আহত হন। ইংল্যান্ডের উপর দিয়ে বয়ে যাওয়া এ ঘূর্ণিঝড় আয়ারল্যান্ডেও আঘাত হেনেছে। সেখানে শনিবার টেলিফোনের খাম্বা মাথায় পড়ে নিহত হয়েছেন ৬৫ বছর বয়সী এক ব্যক্তি।
এ ঘূর্ণিঝড়ের ফলে ব্রিটেনজুড়ে প্রায় ১০ লাখ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তার উপর গাছ-পালা পড়ে বহু সড়ক বন্ধ হয়ে গেছে এবং ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। ব্রিটেনের পরিবেশ সংস্থা (ইএ) জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে সংস্থাটি সতর্ক করে দিয়েছে। বহু বছরের মধ্যে টেমস নদীর পানি সর্বোচ্চসীমায় পৌঁছানোর পর এ সতর্কতা জারি করা হলো। চলমান সংকট নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দেয়ায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এরইমধ্যে কড়া সমালোচনার মুখে পড়েছেন।