ইউকে বাংলা প্রেস ক্লাবের ইফতার পার্টিতে সংবাদকর্মী ও কমিউনিটির বিশিষ্টজনদের মিলনমেলা
সংবাদের স্বচ্ছতা ও পেশাদারিত্বতা বজায় রেখে সংবাদ প্রচার একটি সমাজ ও কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃটেনের বাংলা মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের শীর্ষস্থানীয় সংগঠন ইউকে বাংলা প্রেস ক্লাব আয়োজিত সংবাদকর্মী এবং বিশিষ্টজনদের সম্মানে এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত সূধীজনরা এ অভিমত ব্যক্ত করেছেন।
এ ইফতার মাহফিলে যোগ দিয়ে বাংলা সংবাদ মাধ্যমের ব্যাপক বিস্তৃতিতে সন্তোষ প্রকাশ করে একমাত্র ব্রিটিশ বাঙালী এম পি রুশনারা আলী।
তিনি বলেন, প্রবাসে বাঙালীদের কার্যক্রম তুলে ধরতে মিডিয়ার কোন বিকল্প নেই। দেশে প্রবাসী বাঙালীদের অর্জন তুলে ধরার ক্ষেত্রে বিলেতের বাংলার মিডিয়ার ভূমিকারও তিনি ভূয়সী প্রসংশা করেন।
বাংলা সাংবাদিকতাকে বস্তুনিষ্টভাবে শুধু ইউকেতে নয় সমগ্র ইউরোপে প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলা সাংবাদিকতার ঐতিহ্য পূর্ণ গৌরব তৈরী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী।
এছাড়া বাংলা মিডিয়াগুলো এখন ব্রিটেনের বাঙালী কমিউনিটির মুখপাত্রে পরিনত হয়েছে বলে মন্তব্য করে লন্ডনে নিযুক্ত বাংলাদে শের হাই কমিশনার মিজারুল কায়েস। তিনি বলেন, লন্ডনের মতো স্থানে বাঙালীদের কর্মকান্ডকে শক্তিশালী করতে মিডিয়ার ভূমিকা অপরিসীম। যা এখনকার বাংলা মিডিয়াগুলো অত্যন্ত দক্ষতার সাথে করে যাচ্ছে।
প্রবাসে বাঙালী কমিউনিটির কল্যানে ইউকে বাংলা প্রেস ক্লাব আরো বেশী কাজ করবে উল্লেখ করে ইউকে বাংলা প্রেস ক্লাব আহবায়ক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়াইব বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ প্রচারের মধ্যে দিয়ে বিলেতের বাঙালী কমিউনিটির সুখ-দু:খ ও অগ্রযাত্রায় ভূমিকা রাখতে বদ্ধ পরিকর ইউকে বাংলা প্রেস ক্লাব।
মিডিয়া ব্যক্তিত্ব জাকির খানের সঞ্চালনে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন ব্রিটিশ লর্ড সভার সদস্য ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর আ ম ওয়াহিদ আহমদ, লন্ডনস্থ বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী, জি এল এ মেম্বার জন বিগস, টাওয়ার হ্যামলেটস লেবার লীডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, ব্রিটিশ বাংলা চেম্বার অব কমার্সের ডাইরেক্টর জেনারেল মাহতাব চৌধুরী, বাংলাদেশ ক্যাটারার্স এসোশিয়েশনের সাধারন সম্পাদক এম.এ মুনিম, চিত্র নায়িকা রোজিনা, এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বখশ, মিডিয়ালিংক এর ব্যবস্থাপনা পরিচালক মুজিবুল ইসলাম মুজিব , এটিএন বাংলার ব্যাবস্থাপনা পরিচালক সুফি মিয়া, এনটিভির প্রধান নির্বাহী সাবরিনা হোসেন, ডিরেক্টর মোস্তফা সারওয়ার বাবু, বেতার বাংলার প্রধান নির্বাহী নাজিম চৌধুরী, সাপ্তাহিক লন্ডন বাংলার সম্পাদক আবু তাহের চৌধুরী,বাংলা নিউজের লন্ডন প্রতিনিধি সৈয়দ আনাস পাশা, সাপ্তাহিক বাংলা নিউজ এর এমডি আবদুর রব মল্লিক, চ্যানেল নাইনের র্মাকেটিং ডিরেক্টর মইনুল ইসলাম, এনটিভি ইউরোপের হেড অব প্রোগ্রাম আবদুল আউয়াল মামুন, ইউকেবিডি নিউজ সম্পাদক সোয়েব উদ্দিন কবির, বাংলা সংলাপের সম্পাদক মোশাহিদ আলী, হেলাল উদ্দিন, ক্যাটারার্স এসোশিয়েশন নেতা আশরাফ উদ্দিন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লেবার লীডার কাউন্সিলর হেলাল উদ্দিন আব্বাস, কাউন্সিলর মতিনুজ্জামান, কাউন্সিলর শাহেদ আলী, কাউন্সিলর খালেছ উদ্দিন, সাবেক ডেপুটি লিডার রাজন উদ্দিন জালাল, সাবেক কাউন্সিলর দরুসউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ হক, বিবিসিসি‘র মেম্বারশীপ ডিরেক্টর মনির আহমদ, জাকারিয়া চৌধুরী, হেলাল উদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, যুগ্ন সম্পাদক আনোয়ারাজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্ঠা এম এ মালেক, ব্যারিষ্টার এম এ সালাম, সহ সভাপতি আকতার হোসেন টুটুল, গোলাম রব্বানী প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে ব্রিটেনের মূলধারার রাজনৈতিক, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সংস্কৃতিককর্মী, সাংবাদিক ছাড়াও লন্ডনের বাঙালী কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।