সাত মাসে ৩৬৪টি বই পড়েছে ৯ বছরের ব্রিটিশ বালিকা
কম্পিউটার গেমস আর টেলিভিশন নিয়ে যেখানে সব বয়সী শিশুরা মেতে আছে, সেখানে ব্রিটেনের ৯ বছরের এক মেয়ে মাত্র সাত মাসে ৩৬৪টি বই পড়ে আলোড়ন তুলেছে। মেয়েটির নাম ফেইথ জ্যাকসন। থাকে চেশায়ারে। দুই বছর আগে প্রাইমারি স্কুলের এক শিক্ষক তাকে উদ্বুদ্ধ করার পর থেকে সে বই পড়েই যাচ্ছে। তার মা জানিয়েছেন, তার মেয়ে টিভি দেখা বা কম্পিউটার গেমসের মতোই মনোযোগ দিয়ে বই পড়ে। কী বই পড়ে মেয়েটি? ফেইথ জানিয়েছে, জীবজন্তু, জাদু বা অ্যাডভেঞ্জারের বই পড়ে সে। তবে বই-ই সব নয়। সে কারাতে কাস করে, নেটবল খেলে, জিমন্যাটিক্সেও ব্যস্ত থাকে সপ্তাহে চার ঘণ্টা। ফাঁকে ফাঁকে আবার টিভিও দেখে।