হাত কড়া পরা অবস্থায় সন্তান প্রসব
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবার সময় নিরাপত্তা বাহিনীর হাতে আটক দাহাব হামদি নামে ১৮ বছরের এক মিসরীয় হাত কড়া পরা অবস্থাতেই এই শিশু কন্যার জন্ম দিয়েছেন।
মিশরে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করার অপরাধে নির্বিচার গ্রেপ্তারের অংশ হিসেবে ওই মেয়েটিকেও আটক করা হয়েছিল। কিন্তু সমস্যা হলো মেয়েটি তখন ছিল আট মাসের গর্ভবতী। আর এসময় তার সাথে থাকা তার বান্ধবীকেও আটক করা হয়।
তবে দাহাব জানায়, রাস্তায় হাঁটার সময় নিরাপত্তা বাহিনী বিনা কারণেই তাকে আটক করে। তারা বিক্ষোভে অংশগ্রহণ করেনি।
গ্রেপ্তারের পর নিরাপত্তা কর্মকর্তারা হুমকি দেয় দাহাবকে জেলের ভেতরই সন্তান প্রসব করতে হবে। তার আটকাদেশ বাড়ানো হয় ১৫ দিনের জন্য। এখন সে হাসপাতালে আছে এবং হাতে হাতকড়া অবস্থায়। তাকে আল-আমেরিয়া পুলিশ সদরদপ্তরে পাঠানো হতে পারে। তাকে ওখানে আটকাবস্থায় থাকতে হবে।
এদিকে, দাহাবের স্বামী জোর দাবি করেন তার স্ত্রী কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। সে বিক্ষোভ চলা অবস্থায় হাসপাতালে যাচ্ছিলেন এবং ওখানেই তাকে আটক করা হয়। তিনি পাবলিক প্রসিকিউটরের সাথে যোগাযোগ করেছেন কিন্তু তিনি এখনো কোনো জবাব পাঠাননি।