‘আসাদের কারণেই শান্তি আলোচনা ভেস্তে গেছে’
জেনেভায় জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত সিরিয়া শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় আসাদ সরকারকেই দুষছে যুক্তরাজ্য ও ফ্রান্স। শনিবার এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, ‘প্রেসিডেন্ট বাশার আল আসাদের কারণেই শান্তি আলোচনা ভেস্তে গেছে।’ অন্যদিকে ফরাসি পররাষ্টমন্ত্রী লুরেন্ট ফাবিয়াস বলেছেন, সিরিয়া সরকার বৈঠকে অগ্রগতিতে প্রতিবন্ধকতা তৈরি করেছিল।
এদিকে দু দফায় অনুষ্ঠিত আলোচনা থেকে সিরিয়া সঙ্কটের কোনো সমাধান না আসায় সিরীয় জনগণের কাছে ক্ষমা চেয়েছেন জাতিসংঘ দূত লাখদার ব্রাহিমি। শনিবার সকালে অনুষ্ঠিত দ্বিতীয় দফার চূড়ান্ত আলোচনাটি মাত্র ২৭ মিনিটে শেষ হয়ে যায়। তবে তিনি জানান, সিরিয়ার সরকার ও বিরোধী দল তৃতীয় দফা বৈঠকে বসতে রাজি হয়েছে। তবে বৈঠকের কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
দুই দফায় অনুষ্ঠিত সিরিয়া আলোচনার গুরুত্বপূর্ণ চারটি বিষয় ছিল, সহিংসতা ও সন্ত্রাসবাদ, অন্তর্বর্তী সরকার, জাতীয় প্রতিষ্ঠান এবং জাতীয় পুনর্গঠন। তবে বৈঠকে অন্তর্বর্তী সরকার এবং সন্ত্রাসবাদ বিষয় দুটি নিয়েই বেশি আলোচনা হয়।