বিএনপির আরও ২৫ বিদ্রোহী নেতা বহিষ্কার
দলীয় নির্দেশ অমান্য করায় তৃণমূলের আরও ২৫ বিদ্রোহী নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। রোববার বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে পাঁচ নেতাকে বহিষ্কৃত করা হয়। ওই পাঁচ নেতা হলেন- বগুড়ার ধনুট উপজেলা বিএনপি’র সভাপতি তৌহিদুল আলম মামুন, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মানিক সওদাগর, কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপি’র সদস্য আবু সাঈদ, মাদারীপুর জেলার শিবচর থানা বিএনপি’র সদস্য নাজমুল হুদা চৌধুরী মিঠু এবং শাহাদাৎ হোসেন খান। এছাড়া বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এদিকে একই অভিযোগে শুক্রবার রাতে শেরপুর উপজেলা বিএনপির অন্তত ২০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। শেরপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে বহিস্কৃত নেতারা হলেন- উপজেলার কুসুম্বী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম সিরাজ, সাধারণ সম্পাদক সহিদুর রহমান হাবিল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক আবদুর রকিব, বিশালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নুরু, সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুকুল, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মোন্নাফ আকন্দ, সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান লিটন প্রমুখ। সূত্রে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে গত কয়েকদিনে প্রায় অর্ধশত নেতাকে বহিষ্কার করা হয়।