নেপালের আকাশ থেকে যাত্রীবাহী বিমানটি উধাও!

Nepal Airনেপাল এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান ১৮ যাত্রী নিয়ে দেশের পশ্চিমাঞ্চল থেকে উধাও হয়ে গেছে! রবিবার বিকেলের পর থেকে বিমানটির সঙ্গে সব ধরণের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশটির বিমান এবং পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। ভারতভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
নেপাল পুলিশের মুখপাত্র গণেশ কেসির বরাত দিয়ে পত্রিকাটি জানায়, রবিবার দুপুর ১ টা ৩০ মিনিটে পোখরা বিমানবন্দর থেকে ১৫ জন যাত্রী ও ৩ জন ক্রু নিয়ে বিমানটি দেশটির জুমলা বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। বিমানে ডেনমার্কের একজন নাগরিক রয়েছেন। বিমানটি উড্ডয়নের ১৫ মিনিট পর আর খুঁজে পাওয়া যাচ্ছেনা বিমানটিকে। তবে এ বিমানের অবস্থান নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
নেপালের অর্থনীতি অনেকটা পর্যটন শিল্পের উপর নির্ভর করে। তবে সম্প্রতি তারা বেশ কয়েকটি দুর্ঘটনায় মুখোমুখি হয়েছে।
গত ডিসেস্বর মাসে ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তার অভাব দেখিয়ে নেপাল এয়ারলাইনসকে কালো তালিকাভুক্ত করেছিল।এমনকি নেপাল থেকে ইউরোপীয় ইউনিয়নের দিকে কোন ফ্লাইট যেতেও নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button