টানা ৩ মাসের বেতন না দিলে জরিমানা

Salaryসৌদী আরবের সদ্য পাস করা আইনে টানা তিন মাস কোনো কর্মী বেতন না পেলে তিনি তার কফিলের (মালিক) রিলিজ লেটার (ছাড়পত্র) ছাড়াই নতুন কফিলের (মালিক) কাছে চলে যেতে পারবেন। আর এই নতুন আইনে সব কফিল (মালিক) ব্যাংকের মাধ্যমে শ্রমিকদের বেতন দিতে বাধ্য থাকবেন। এই খবরটি প্রকাশ করেছে সৌদি আরবের বহুল প্রচারিত দৈনিক আরব নিউজ।
প্রসঙ্গত, ইতিপূর্বে বিভিন্ন সময় ফ্রি ভিসায় চাকরিরত শ্রমিকদের কাছ থেকে কফিলরা (মালিক) বছরের প্রথমেই একসঙ্গে আঙ্গুলের ছাপ নিয়ে রাখত স্যালারি শিটে, সৌদি সরকারের নতুন আইনের কারণে এখন আর সেই সুযোগ রইল না।
তাছাড়া বর্তমান আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিকের বেতন ব্যাংকের মাধ্যমে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সময়মত ব্যাংকের মাধ্যমে বেতন পরিশোধ হয়েছে কিনা তা সরকার পরীক্ষা করে দেখবে। শ্রমিক অথবা কফিল (মালিক) যে কেউ এই আইন ভাঙলে শাস্তি ভোগ করতে হবে।
আরব নিউজের খবরে আরো বলা হয়, বেশ কিছু কোম্পানির কর্মীদের বেতন সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌদি সরকার এই সিদ্ধান্ত নেয়। বেতনসংক্রান্ত সমস্যা শুধু ছোট কোম্পানিরই নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে অনেক বড় বড় এবং প্রতিষ্ঠিত কোম্পানির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button