জাতীয়তাবাদী দলের চেতনায় রয়েছে আল্লাহর ওপর অবিচল আস্থা : শওকত মাহমুদ

দেশে আজ গুমট অবস্থা বিরাজ করছে মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ বলেন, এই অবস্থা থেকে মুক্তি পেতে দ্রুত সব দলের অংশগ্রণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, অনেকেই জানতে চান জাতীয়তাবাদী দলের সঙ্গে ইসলামের যুগসূত্র কোথায়। আমি বলব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেতনায় রয়েছে আল্লাহর ওপর অবিচল আস্থা।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যেগে আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ৫২’র ভাষা আন্দোলনে এই দেশের আলেম ওলামাদের অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। সেটি আমাদের ভুলে গেলে চলবে না। আজকে অনেকে হীনমন্যতার কারণে সেই ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে চায় না।
শওকত মাহমুদ বলেন, দেশে বর্তমানে সব ধর্মের মানুষের রাষ্ট্রীয় নিরাপত্তাহীনতায় ভুগছে। ৯০ভাগ মুসলমানের এই দেশে মুসলমানরা  সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে।
তিনি সুরা বাকারার উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, ‘‘ তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করো না, এবং সত্যকে গোপন করো না। দেশের সাংবাদিক সমাজ সেই কাজটিই করতে চায়। আর এজন্য সরকারের রোষাণলে পড়ে আমাদের দেশ সম্পাদক মাহমুদুর রহমান আজ কারাগারে। তার অপরাধ তিনি সরকারের অপকর্ম গোপন না করে দেশের জনগণের কাছে তুলে ধরেছিলেন।
তিনি চলমান আন্দোলনে ওলামা দলের ভুমিকার প্রশংসা করে বলেন, আপনারা বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে আগামী দিনে গণতন্ত্র ও ঈমান আকীদা রক্ষার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।
ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ মো. নেছারুল হক প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button