সিরিয়াবাসীর কাছে ক্ষমা চাইলেন ব্রাহিমি
সিরিয়ায় রক্তপাতের অবসান ঘটানোর চেষ্টায় জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফা শান্তি আলোচনাও ব্যর্থ হওয়ায় সিরিয়াবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতিসংঘের মধ্যস্থতাকারী বিশেষ দূত লাখদার ব্রাহিমি। সিরিয়ার সরকার ও বিদ্রোহীপক্ষের মধ্যে কেবল নতুন করে আরেকবার বৈঠকে বসার সম্মতিটুকু ছাড়া আলোচনায় আর তেমন কোনো অগ্রগতি হয়নি।
শনিবার সকালে দ্বিতীয় দফা আলোচনার ষষ্ঠ এবং শেষ দিনে দুপক্ষের মধ্যে মাত্র ২৭ মিনিট বৈঠক হয়। এতে তৃতীয় দফা বৈঠকের জন্য আলোচ্যসূচি ঠিক করা হলেও আলোচনার কোনো দিন নির্ধারণ হয়নি।
আলোচনায় মধস্থতাকারী দূত লাখদার ব্রাহিমি সাংবাদিকদের কাছে এ ব্যর্থতার কথা জানিয়ে সিরিয়ার জনগণের কাছে ক্ষমা চান। তিনি বলেন, “আমি অত্যন্ত দুঃখিত। সিরিয়ার জনগণের কাছে ক্ষমা চাইছি…এ শান্তি আলোচনাকে ঘিরে তাদের অনেক উচ্চাশা ছিল যে, কিছু একটা হবে”।
ব্রাহিমি বলছেন, এখন দুপক্ষেরই উচিত আলোচনার ভিত্তিমূলে গিয়ে কথা বলা এবং তারা এ প্রক্রিয়া চালিয়ে যেতে চায় কিনা তা ভেবে দেখা।