মধ্যপ্রাচ্যের প্রথম নারী সম্পাদক সোমায়য়া জাবার্তি
সৌদি আরবের বহুল প্রচলিত ইংরেজি পত্রিকা ‘সৌদি গ্যাজেট’-এর সম্পাদক পদে অধিষ্ঠিত হতে চলেছেন সোমায়য়া জাবার্তি। রোববার সংবাদপত্রটির এক আর্টিকেলে এর বিদায়ী সম্পাদক খালেদ আল মাঈনা বলেন, তাঁর কাছ থেকেই দায়িত্ব বুঝে নিতে চলেছেন জাবার্তি।
নিজ আর্টিকেলে মাঈনা বলেন, ‘আমার অনেক দিনের চাওয়া, সৌদি আরবে পত্রিকার সম্পাদক হিসেবে একজন নারী কাজ করবেন। জাবার্তি আমার সে চাওয়া পূরণ করতে চলেছে। এটা কোনো লিঙ্গ কেন্দ্রিক বিষয় নয়, বরং জাবার্তি তাঁর মেধা এবং কাজ দিয়েই এই সুযোগ ছিনিয়ে নিয়েছে।’
জাবার্তির নিয়োগের বিষয়টি সামাজিক মাধ্যমে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
সৌদি সাংবাদিক এশাম আল গালিব সিএনএনকে বলেন, ‘এটা সৌদি আরবের জন্য সম্পূর্ণ নতুন এক পদক্ষেপ। জাবার্তি অত্যন্ত যোগ্য একজন মানুষ এবং সম্পাদক হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু জনগণের প্রতিক্রিয়ার বিষয়টা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’
তিনি আরো বলেন, ‘জাবার্তিকে হয়তো পুরুষতান্ত্রিক সাংবাদিক সমাজকেই সর্বপ্রথম মোকাবেলা করতে হবে।’
নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাবার্তি বলেন, ‘বিশ্বের অনেক মিডিয়ার মত, এখানেও পুরুষতান্ত্রিক মিডিয়া প্রচলিত। এক্ষেত্রে চ্যালেঞ্জ আছে কিন্তু প্রচলিত ধারাটাকেও তো ভাঙতে হবে। আমার নিয়োগ প্রচলিত ধারা পরিবর্তনের প্রথম পদক্ষেপ মাত্র।’
২০০৩ সালে জাবার্তি আল মাঈনের অধীনে আরব নিউজের একজন প্রতিবেদক এবং অনুবাদক হিসেবে তাঁর সাংবাদিক জীবন শুরু করেন। ২০১১ সালে তিনি সৌদি গ্যাজেটে ডেপুটি এডিটর হিসেবে যোগদান করেন।