গুরুতর অসুস্থ মুফতী ওয়াক্কাসকে বিএসএমএমইউ প্রিজন সেলে ভর্তি

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমির, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতী ওয়াক্কাস গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমএইউ প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। কয়েকবছর আগে তার হার্টে বাইপাস সার্জারি করা হয়। এরপর তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন, এছাড়া তিনি উচ্চ ডায়াবেটিস আক্রান্ত।
গ্রেফতারের পর থেকে তাকে কাশিমপুর কারাগারে রাখা হলেও গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়লে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। অবস্থার অবনতি হলে তাকে আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি শায়েখ আব্দুল মোমিন, নির্বাহী সভাপতি আল্লামা মোস্তফা আজাদ, সিনিয়র সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মহানগর সেক্রেটারি মাওলানা মহিউদ্দীন ইকরাম, সহসাংগঠনিক সম্পাদক মুফতী রেজাউল করীম ও প্রচার সম্পাদক  মাওলানা ওয়ালী উল্লাহ আরমান আজ এক বিবৃতিতে অবিলম্বে অসুস্থ মুফতী ওয়াক্কাসের মুক্তি দাবি করে বলেছেন, মিথ্যা অভিযোগে মাসের পর মাস একজন শীর্ষ আলেমে দ্বীনকে এভাবে কারা নির্যাতনের জন্য আওয়ামী লীগকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তারা মুফতী ওয়াক্কাসের সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।
বিজ্ঞপ্তি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button