সিরিয়া থেকে পালিয়ে মারওয়ানের জর্ডান মরুভূমি পাড়ি
সিরিয়ায় ঠিক কী হচ্ছে তার একটি ছোট্ট উদাহরণ হতে পারে মারওয়ান। মাত্র চার বছরের এই ছেলেটি একা পালিয়ে এসেছে। পাড়ি দিয়েছে বিশাল জর্ডান মরুভূমি। জর্দান মরুভূমির মাঝ থেকে মারওয়ানকে উদ্ধার করেছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। ছেলেটি তার সব জিনিসপত্র একটি প্লাস্টিকের ব্যাগে করে সিরিয়া থেকে একা একা আসছিল।
পরিবারের সদস্যদের থেকে আলাদা হয়ে জর্ডান মরুভূমি পাড়ি দেওয়ার সময় তাকে উদ্ধার করা হয়। জাতিসংঘ শরণার্থী সংস্থার এন্ড্রু হার্পার প্রথম মারওয়ানের একটি ছবি টুইট করেন গত রবিবার।
মারওয়ান পুরো পথ একাই এসেছিল। উদ্ধারের পর জাতিসংঘ শরণার্থী সংস্থার কর্মকর্তারা তাকে তার পরিবারের সঙ্গে মিলিয়ে দিয়েছে।
তবে সে কোথা থেকে হারিয়ে গেছে এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে এটা নিয়ে কিছু বিতর্ক হচ্ছে।
সিরিয়াতে রক্তাক্ত সংঘর্ষের পর থেকে এক মিলিয়নেরও বেশি শিশু-কিশোর দেশ থেকে পালিয়ে এসেছে। তার মানে হচ্ছে মোট শরণার্থীর অর্ধেকই শিশু। গত আগস্টে মোট শরণার্থীর সংখ্যা দুই মিলিয়ন ছাড়িয়ে গেছে।
প্রায় ১.৮ মিলিয়ন শরণার্থীই সিরিয়া থেকে পালিয়ে এসেছে ২০১২ সালের আগস্ট থেকে ২০১৩ সালের আগস্টের মধ্যে। সংকট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দুই মিলিয়নেরও বেশি শিশু সিরিয়া থেকে স্থানচ্যুত হয়েছে।