অডিও বার্তার সাথে আলেম উলামাদের কোন সম্পর্ক নেই : ইসলামী ঐক্যজোট
ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেছেন, আল কায়দা নেতা আইমান আল জাওয়াহিরীর কথিত অডিও বার্তার সাথে ইসলামী ঐক্যজোট বা এদেশের আলেম উলামাদের ন্যূনতম কোন সম্পর্ক নেই। বাংলাদেশের চলমান ইসলামী আন্দোলন এবং ইসলামপন্থীদের প্রশ্নবিদ্ধ করা এবং তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে ক্র্যাকডাউন পরিচালনার জন্যই এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
সোমবার বাদ আসর লালবাগ কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের মজলিসে শূরার এক জরুরী সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, ইসলামী ঐক্যজোট দেশের রাষ্ট্রীয় নিয়মনীতি ও আইন-কানূন মেনে গণতান্ত্রিক পন্থায় নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে।
জোট চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জোট মহাসচিব মুফতী ফয়জুলাহ, জোটের মহাসচিব মুফতী ফয়জুলাহ, ভাইস চেয়ারম্যান- মাওলানা আব্দর রশিদ মজুমদার, যুগ্ম মহাসিচব মাওলানা মুফতী তৈয়্যব হোসাইন, সহকারী মহাসচিব মাওলানা আহলুলাহ ওয়াসেল, মাওলানা আবুল কাশেম, মাওলানা যোবায়ের আহমদ,মাওলানা জসিম উদ্দীন, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।