সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের গুণীজন সংবর্ধনা প্রদান
সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার বিকাল ৪ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে ভাষায় বিশেষ অবদানের জন্য অধ্যক্ষ মাসউদ খাঁন, আইনে অ্যাডভোকেট মোশতাক আহমদ চৌধুরী, ক্রিড়াক্ষেত্রে মাহি উদ্দিন আহমদ সেলিম, তরুণ সাংবাদিকতায় সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার এন.এইচ.শিপু ও ড্রোন আবিস্কারে সৈয়দ রেজওয়ানুল হক নাবিল (দলনেতা), রবি কর্মকারকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি যুগান্তকারী প্রদক্ষেপ গ্রহন করেছে। এভাবে আরো সামাজিক সংগঠন এগিয়ে আসলে সিলেটের প্রতিভার বিকাশ ঘটবে।
তিনি বলেন, সিলেটের লুকিয়ে থাকা প্রতিভা খুজে বের করে সংবর্ধনা দিলে পূণ্যভূমি সিলেটে অসংখ্য গুণীজন বেড়িয়ে আসবে। ভবিষ্যতে সিলেট সিটি কর্পোরেশন এরকম উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা মো. সাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সভাপতি আফজাল হোসেইন সোহেলের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আর্ক রিয়েল এস্টেট (প্রা:) লিমিটেডের এমডি মুহাম্মদ মুনতাসির আলী, রণকেলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক কাওসার আহমদ চৌধুরী।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবহান রুবেল খান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাকুর চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আ.খ.লোকমান, অর্থ সম্পাদক সাজেদুল হক চৌধুরী, সহ-অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম এপলু, প্রচার সম্পাদক জান্নাতুল নাঈম মাহদী তালুকদার, দপ্তর সম্পাদক সারেক আহমদ, সহ-দপ্তর মিনহাজ আহমদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক সালেহ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা ঝুমা বেগম, কার্যকরী সদস্য লুবাব চৌধুরী, কামরুজ্জামান, মাসুম, ছালিম, আসলাম, মাহফুজ প্রমুখ।