সিলেট ডায়াবেটিক সমিতিকে পাঁচ হাজার পাউন্ড প্রবাসীর অনুদান

Syl Diaইংল্যান্ড প্রবাসী জনাব আলহাজ্ব মোহাম্মাদ রইছ মিয়া সিলেটের ওসমানীনগর থানার তাজপুর এলাকার স্থায়ী বাসিন্দা। মঙ্গলবার দুপুর ১২টায় তিনি সিলেট ডায়াবেটিক হাসপাতালে যান।
এ সময় তিনি সিলেট ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির আমন্ত্রণে পুরানলেনস্থ ডায়াবেটিক হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। একটি অলাভজনক জনগণের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা এবং বিভিন্ন বিভাগ সম্প্রসারণের লক্ষ্যে উক্ত প্রতিষ্ঠানের সভাকক্ষে মতবিনিময় কালে তিনি স্বউদ্যোগে পাঁচ হাজার পাউন্ড যার আনুমানিক মূল্য প্রায় ছয় লক্ষ টাকা অনুদান হিসাবে প্রদান করার অঙ্গীকার করেন।
সভাকক্ষে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন সিলেট ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, সিলেট ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ জনাব এম.এ.মান্নান, কার্যকরী কমিটির সদস্য শীবব্রত ভৌমিক চন্দন এবং সিলেট ডায়াবেটিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ জেড, মাহবুব আহমদ প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button