৯৭টি উপজেলায় ভোট গ্রহণ বুধবার
চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন হতে যাচ্ছে বুধবার। ৯৭টি উপজেলায় ভোট গ্রহণকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রায় ইতোমধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এবারের উপজেলা নির্বাচন এমন এক সময় হচ্ছে যার কিছুদিন আগে গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে দেশটির বড় বিরোধী রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি এবং ভোটার উপস্থিতি ছিল কম । কিন্তু নির্দলীয় এই নির্বাচনটিতে সবগুলো রাজনৈতিক দলই তাদের প্রার্থী রেখেছে ও সমর্থন দিয়েছে। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন এই উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতিও বেশি হবে বলে তারা ধারণা করছেন।
প্রথম দফায় যে ৯৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান- এই তিনটি পদের জন্য এবারে প্রার্থী রয়েছেন এক হাজারের বেশি।
ভোট গ্রহণকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ৯৭টি উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এরি মধ্যে কয়েকটি স্থানে কিছু সহিংসতার খবর পাওয়া গেছে।
বুধবার প্রথম দফা উপজেলা নির্বচানের ভোট গ্রহণের পর আগামী ২৭ ফেব্রুয়ারি ২য় দফায় ১১৭টি উপজেলায় নির্বাচন অনু্ষ্ঠিত হওয়ার কথা রয়েছে।