যুক্তরাজ্যে ঘণ্টায় একটি করে ভুয়া বিয়ে
যুক্তরাজ্যে প্রতি ঘণ্টায় একটি করে ভুয়া বিয়ে হচ্ছে। গত বছর দেশটিতে অন্তত সাড়ে সাত হাজার ভুয়া বিয়ে হয়েছে। মূলত ব্রিটেনে থাকার সুযোগ পাওয়ার জন্য এসব বিয়ে হয়ে থাকে।
মঙ্গলবার প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত হোম অফিসে ৭,৬০৬টি বিয়ের নিবন্ধন হয়েছে। আর ভুয়া বিয়েতে জড়িত থাকার অভিযোগে একই সময়ে ৯০ জনকে ব্রিটেন থেকে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ প্রতিটি ৮৫টি ভুয়া বিপরীতে বহিষ্কৃত হয়েছেন মাত্র একজন।
গত বছর ব্রিটেনের অন্যতম জ্যেষ্ঠ এক রেজিস্ট্রার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নগর এলাকায় প্রতি পাঁচটি বিয়ের একটিই ‘সন্দেহজনক’।
লোকাল রেজিস্ট্রেশন সার্ভিসেস এসোসিয়েশনের চেয়ারম্যান মার্ক রিমারে মতে, গত বছর ইংল্যান্ড ও ওয়েলসে যে এক লাখ ৭৩ হাজার বিয়ে হয়েছে, তার মধ্যে ১৫ হাজারই সম্ভবত ভুয়া। অভিবাসন আইন ফাঁকি দেয়ার জন্যই এসব বিয়ে হয়েছে বলে তিনি মনে করছেন।
ইমিগ্রেশন ম্যারেজ ফ্রড ইউকে’র ডেলেন অ্যালন জানিয়েছেন, ব্রিটিশরা বেশি বেশি প্রেমে পড়ছে, বিদেশীদের কাছে প্রতারিত হয়ে খেসারতও দিচ্ছে।
তিনি জানান, পুরুষরা বিপুল সংখ্যায় থাই, ফিলিপিনো বা মালয়েশীয়দের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছে। তারপর বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে পারিবারিক সহিংসতার কথা উল্লেখ করছে।
তিনি আরো বলেন, ব্রিটিশ নারীরা তিউনিসিয়া, মরক্কো ও গাম্বিয়ার মতো দেশগুলোর পুরুষদের বন্ধনে আবদ্ধ হচ্ছে। কিন্তু এসব পুরুষ রেসিডেন্সি পাওয়ামাত্র দূরে চলে যাচ্ছে।