যশোরে ৭ শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক ও হেলপারের আত্মসমর্পণ
সড়ক দুর্ঘটনায় বেনাপোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীর নিহতের ঘটনার মামলায় স্কুল পিকনিক বাসের চালক ও হেলপার যশোর জেলা পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেছেন। বুধবার সকালে চালক ইসরাফিল হোসেন ও হেলপার মহব্বত হোসেন শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারীদের চৌগাছা থানার সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত শনিবার রাতে মেহেরপুরের মুজিবনগর থেকে পিকনিক শেষে বেনাপোলে ফেরার পথে চৌগাছার ঝাউতলা কাঁদবিলা পুকুরপাড় এলাকায় শিক্ষার্তী-শিক্ষকবাহী পিকনিকের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে সাত শিক্ষার্থী মারা যায় ও ৪৭ জন আহত হয়।
প্রসঙ্গত, বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩টি বাসে করে ১৫ ফেব্রুয়ারি সকালে মেহেরপুরের মুজিবনগরে বনভোজনে যায়। ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে চৌগাছার ঝাউতলায় ইটভাটার কাছে মাটিবাহী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাস উল্টে পাশের পুকুরে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।