৫ লক্ষ পাউন্ড আত্মসাতের দায়ে
যুক্তরাজ্যে চ্যানেল এস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফেরদৌসের কারাদন্ড
যুক্তরাজ্যে বাংলাদেশী কমিনিউটির জনপ্রিয় চ্যানেল এস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহি ফেরদৌসকে কারাদন্ড দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার অর্থ আত্মসাতের অভিযোগে তাকে তিন বছরের কারাদন্ড প্রদান করে সাউথওয়ার্ক ক্রাউন আদালত।
বিবিসির এক রিপোর্টে বলা হয়, মাহি ফেরদৌস তার ভাই মোহাম্মদ শামসুল হকের প্রায় অর্ধমিলিয়ন পাউন্ড অর্থ আত্মস্মাত করেন। ২০০৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত মটর এলায়েন্স নামের ঐ প্রতিষ্ঠান থেকে তিনি ৫০০,০০০ পাউন্ড নিয়ে যান। এ ব্যাপারে ১২৪ টি অভিযোগ রয়েছে। গত জুলাই মাসে মানি লন্ডারিংয়ের অভিযোগে আদালতে হাযির হন ফেরদৌস ।
এর আগে ২০১১ সালের অক্টোবরে শামসুল হকসহ ৫ জন দুর্নীতির অভিযোগে জেলে ছিলেন। আর এর পরিমাণ ছিলো ১.৯ মিলিয়ন ডলার। এর থেকে ১.১৭ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছিলো মটর এলিয়েন্সে। আর বাকি ৫০০,০০০ ডলার ফেরদৌসের কোম্পানি নিয়ে যায়। উল্লেখ্য, ২০০৪ সালে ফেরদৌস এসেক্সে জনপ্রিয় চ্যানেল এস প্রতিষ্ঠা করেন।