সিটিজেন মুভমেন্ট ইউকের উদ্যোগে
লন্ডনস্থ ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান
আধিপত্যবাদী ভারতের শ্বেতসন্ত্রাস, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ ও সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ, টিপাইমুখ, ফারাক্কা বাঁধ, তালপট্টি, তিনবিঘা করিডোর, ছিটমহল, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা প্রদানের দাবিতে লন্ডনস্থ ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের করেছে সিটিজেন মুভমেন্ট (নাগরিক আন্দোলন) ইউকে। মঙ্গলবার এ কর্মসূচি পালিত হয়।
সিটিজেন মুভমেন্ট ইউকের আহ্বায়ক এম এ মালেকের নেতৃত্বে বিপুলসংখ্যক ব্রিটিশ বাংলাদেশি ও কমিউনিটি নেতৃবৃন্দ দুপুর ১২টার আগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে জড়ো হয়। পরে সেখান থেকে সেন্ট্রাল লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে ভারতীয় হাইকমিশন ইন্ডিয়া হাউসের সামনে গিয়ে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নানা ধরণের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ সমাবেশ করে।
সিটিজেন মুভমেন্ট ইউকের আহ্বায়ক এম এ মালেকের সভাপতিত্বে এবং আমিনুর রহমান আকরাম ও শহীদ মুসার পরিচালনায় প্রতিবাদ সমাবেশে এম এ মালেক বলেন, ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করছে যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিরাট হুমকি। শুধুমাত্র আওয়ামী লীগের আশ্রয়-প্রশ্রয় ও সহযোগিতায় একটি স্বাধীন ও সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা নগ্ন হস্তক্ষেপ করছে।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ভারতের নানা পরামর্শে বাংলাদেশের স্বকীয়তাকে ধ্বংস করতে নানা রকম চেষ্টা করছে যা দেশপ্রেমিক নাগরিক হিসেবে মেনে নেয়া যায় না।
সমাবেশে বক্তব্য রাখেন মুফতি শাহ সদরুদ্দিন, সাংবাদিক অলি উল্লাহ নোমান, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতা আক্তার হোসেন, শরীফুজ্জামান চৌধুরী তপন, প্রফেসর ফরিদ উদ্দিন, নাসিম আহমেদ চৌধুরী, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, শামসুর রহমান মাতাব, তাজ উদ্দিন, ব্যারিস্টার হামিদুল হ আফিন্দি লিটন, আবেদ রাজা, খসরুজ্জামান খসরু, রাজন আলী সাঈদ, কামাল উদ্দিন, এম এ কাদির, রহিম উদ্দিন, সেলিম আহমেদ, এমাদুর রহমান এমাদ, ব্যারিস্টার তমিজ উদ্দিন, ব্যারিস্টার আনোয়ার আহমেদ চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার ইকবাল হোসেন, এমাদ উদ্দিন রানা, আব্দুল মালিক কুটি, আবু বক্কর, মৌলানা হেলাল উদ্দিন, আফসার উদ্দিন, নাহিদ আহমেদ, মো. শাহজাহান, মোক্তার আহমেদ, মাসুদ রানা, নজরুল ইসলাম খান, মুফতি জাবের উদ্দিন, রেফুল মিয়া চেয়ারম্যান, আব্দুল আহাদ, ইমরান, শামীম, তুহিন, জাহাঙ্গীর আলম, শরীফুল ইসলাম সবুজ, শফিকুল ইসলাম রিবলু, রাজিব আহমেদ খান, ফাহমিদা মজিদ, মুহিবুল ইসলাম রিপন, আবু নাসের শেখ, সাইফুল ইসলাম মিরাজ, ইমতিয়াজ এনাম তানিম, শাহরিয়ার কবির রাসেল, আমিনুল ইসলাম, এম খালেদ পাবেল, জাহিদ হোসেন গাজী, এস কে নাসির, হুমায়ুন কবির, মনিরুল আহমেদ, এডভোকেট রিহানুল কবির, আসাদুজ্জামান মুকুল, শিশির, মইন উদ্দিন, নাহিদ হোসেন রানা, মানিক আহমেদ, জুল আফরোজ, শ্যামল, শান্ত।