কমনওয়েলথ ডেপুটি সেক্রেটারি জেনারেলের সঙ্গে তারেক রহমানের বৈঠক
কমনওয়েলথের ডেপুটি সেক্রেটারি জেনারেল মাসেগো মাসিরে মুয়াম্বার সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমান। মঙ্গলবার লন্ডনে কমনওয়েলথ হেড কোয়ার্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এতে বাংলাদেশে ক্রমবর্ধমান বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বৈঠকে কমনওয়েলথের ডেপুটি সেক্রেটারি জেনারেল মাসেগো মাসিরে মুয়াম্বার দ্রুত বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অর্থবহ সংলাপ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেন।
এই বৈঠকে ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী কমনওয়লেথ মহাসচিবের বিবৃতি নিয়েও আলোচনা হয়। বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব বলেছিলেন, ৫ জানুয়ারির নির্বাচনে সীমিত পর্যায়ে অংশগ্রহণ ও স্বল্পসংখ্যক ভোটারের উপস্থিতি হতাশাজনক।
এ প্রসঙ্গে মাসেগো মাসিরে মুয়াম্বা কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমনওয়েলথের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে তারেক রহমান বলেন, রাজনৈতিক সংকট নিরসেনে বাংলাদেশে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই।
এ সময় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হুমায়ূন কবির, ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মাদ সায়েম এবং ব্যারিস্টার এম এ সালাম ।