মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য
বার্গম্যানের ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনালের বিচার নিয়ে ব্লগে মন্তব্য করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৬ মার্চ তাকে নিজে উপস্থিত হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। হাইকোর্টের এক আইনজীবীর দায়ের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ বৃস্পতিবার এ আদেশ দেয়। সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদের পক্ষে আইনজীবী মিজান সাঈদ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর অভিযোগ জমা দেন।
মিজান সাঈদ সাংবাদিকদের জানান, দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে গঠিত অভিযোগে ট্রাইব্যুনাল বলেছিলো, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ৩০ লাখ মানুষ শহীদ হয়, দুই লাখ নারী ধর্ষিত হয় এবং প্রায় এক কোটি মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়। ডেভিড বার্গম্যান তার ব্লগে লিখেছেন, ট্রাইব্যুনালের দেয়া এসব তথ্যের কোনো ভিত্তি নেই। ২০১১ সালের ১১ই অক্টোবর প্রকাশ করা ওই লেখাটি এখনো তার ব্লগে পাওয়া যাচ্ছে। ট্রাইব্যুনালের আদেশে দেয়া তথ্যের বিরোধিতা করেছেন তিনি লেখাটিতে। তাই সাধারণ নাগরিক হিসেবে এ বিষয়টি জুডিশিয়াল নোটিসে এনে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছি আমরা। মিজান আরো জানান, ২০১৩ সালের ২৮শে জানুয়ারি পলাতক আবুল কালাম আযাদের রায় ঘোষণার পরেও ব্লগে ওই রায় নিয়ে সমালোচনা করেন ডেভিড বার্গম্যান। বৃটিশ নাগরিক ডেভিড বার্গম্যান বাংলাদেশের ইংরেজি দৈনিক নিউএইজের বিশেষ প্রতিবেদন বিষয়ক সম্পাদক।