আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ভাষা সৈনিকদের সম্মাননা দিল জাতীয় প্রেসক্লাব

Pressঅমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার ভাষা সৈনিকদের সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার দেশের পাঁচজন বিশিষ্ট ভাষা সৈনিককে সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন, ভাষা সংগ্রামী মুহম্মদ তকিয়ূল্লাহ, মর্তুজা বশীর, আহমদ রফিক, সুফিয়া আহমেদ ও জয়নুল আবেদীন। সম্মাননাপ্রাপ্ত ভাষা সৈনিকরা ভাষা আন্দোলনের অগ্নিঝরা দিনগুলোর স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং সূচনা বক্তব্য দেন যুগ্ম সম্পাদক ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক ফরিদা ইয়াসমিন। এছাড়া ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাক হোসেন, যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসান হাফিজ, নূরুল হাসান খান, শান্তা মারিয়া, শামসুদ্দিন আহমেদ চারু ও মাঈনুল আলমসহ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী। ক্লাবের সদস্যগণ স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button