একুশের প্রথম প্রহরে

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা নিবেদন

Hasinaএকুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অ্যাডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তারা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর ফুল দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
এরপর জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ জাতীয় পার্টির নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাত ১টা ৩ মিনিটে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
এসময়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়,নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবুল খায়ের ভূইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
৫ জানুয়ারির নির্বাচন বর্জন করায় এই প্রথম সরকারি প্রটোকলের বাইরে রাষ্ট্রীয় অনুষ্ঠানের পর খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন।
আওয়ামী লীগ, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, তিন বাহিনীর প্রধান এবং পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
Kaledaএরপর সেক্টর কমান্ডারস ফোরাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ সরকারি কর্মকমিশন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণী-পেশার মানুষ শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য জেলায়ও শহীদ মিনারে একুশের প্রথম প্রহর থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
ভাষা শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। এছাড়া ভাষা আন্দোলনের ঐতিহ্য ও গৌরবের কথা স্মরণ করে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button