তিউনিসিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত : নিহত ১১

Libyan militaryলিবীয় সেনাবাহিনীর একটি চিকিৎসা বিমান শুক্রবার দিবাগত রাতে তিউনিসের দণিাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ১১ আরোহীর সকলেই প্রাণ হারিয়েছে।
তিউনিসিয়ার জরুরি বিভাগের মুখপাত্র মোঙ্গি আল কাদি বলেন, ‘স্থানীয় সময় দিবাগত রাত দেড়টায় (গ্রিনিচ মান সময় ০০৩০) বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ৩ চিকিৎসক, ২ রোগী ও ৬ ক্রু ছিল।’
তিনি আরো জানান, রাজধানী থেকে ৪০ কিলোমিটার (২৫মাইল) দূরে গ্রোম্বালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বিমানের আরোহীদের কেউই বেঁচে নেই।
জরুরি বিভাগের মুখপাত্র বলেন, ‘বিমানটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করেছে।’
ঘটনাস্থল থেকে এএফপি’র এক সাংবাদিক জানান, রাডার স্ত্রিন থেকে নিখোঁজ হয়ে যাবার আগে বিমানের পাইলট তিউনিস বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারকে ইঞ্জিন বিকল হয়ে যাবার কথা অবহিত করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button