নেজামে ইসলাম পার্টির ইফতারে পুলিশের বাধা

Nezam Islamবাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিলে বাধা দিয়েছে পুলিশ। ৫ মে হেফাজতে ইসলামের নিহত কর্মীদের স্মরণে দোয়া ও ইফতারের আয়োজন করে দলটি।
রোববার রাজধানীর পল্টনের হোটেল ফার্সে ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। তবে সেখানে পুলিশ বাধা দেয়। পরবর্তীতে তারা রাজধানীর হোটেল ঈশাখাঁয় এই ইফতার মাহফিলের আয়োজন করে। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ সেখানেও বাধা দেয়।
সন্ধ্যায় ইফতারের এক মিনিট আগে সেখানে বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। সেই সময় রমনা থানা পুলিশ তাদের মাহফিল বন্ধ করতে বলেন এবং দলটির নেতাকর্মীদের হোটেল থেকে বের করে দেয়।
একপর্যায়ে নেজামে ইসলাম পার্টির লোকজন ব্যানার খুলে ফেলে এবং মাইক বন্ধ করে দেয়। তখন পুলিশ সদস্যদের কাছে ইফতার শেষ হওয়া পর্যন্ত সময় চান হান্নান শাহ। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, ‘আমরা কি ইফতার করতে পারবো না। এখানে যদি ইফতার করতে না দেন তবে রাস্তায় ইফতার করে প্রতিবাদ করবো।’
ইফতার মাহফিলে বাধা প্রসঙ্গে রমনা থানার উপ-পরিদর্শক কাজী শরিফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘কোনো দলের সাংগঠনিক ব্যানারে অনুষ্ঠান করতে হলে পুলিশের অনুমতি নিতে হয়। তারা পুলিশের কোনো অনুমতি নেয়নি।’
অনুষ্ঠানে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর শাহ আহমাদুল্লাহ আশরাফ বলেন, ‘জালিম এই সরকারের পতনের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকারের হাত থেকে দেশবাসীকে বাঁচাতে আন্দোলন করতে হবে।’
মাহফিলে উপস্থিত ছিলেন যুদ্ধাপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মান কাদের চৌধুরী। তিনি বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ কাফেরদের দল। কিছু দিন আগে আমাদের বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করতে গেলে ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা প্যান্ড্যাল পুড়িয়ে দেয়। বাবা বলতেন- ৯০ ভাগ মুসলমানের দেশে ধর্ম নিরপেক্ষতা গ্রহণযোগ্য নয়। সবাই এক সঙ্গে থাকলে আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। এখনও আমার মা কাঁদেন বাবাকে গ্রেপ্তারের মুহূর্তের কথা মনে করে।’
মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ইজহারুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা ইনামুল হক, যুগ্ম-মহাসচিব আব্দুর রহমান চৌধুরী, প্রধান সমন্বয়ক এসএম নজরুল ইসলাম, বিএনপি নেতা অ্যাযভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button