টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচন
বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করবেন
আগামী ২৩ মার্চ অনুষ্ঠেয় টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুরের বাবর রোডে নিজ বাসভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটির এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার পর এ বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও নির্ধারিত সময়ে সাংবাদিকদের উপস্থিতি কম থাকায় তিনি জরুরি কাজে বাসা থেকে বেরিয়ে যান। ফলে শেষ পর্যন্ত আর সংবাদ সম্মেলন হয়নি।
এর আগে দলীয় সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, বেগম নাসরীন সিদ্দিকী, আজাদ সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী, শফিকুল ইসলাম দেলোয়ার, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মহমোহন দেবনাথ প্রমুখ বক্তৃতা করেন।
গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে এখন উপনির্বাচনে অংশ নেয়ার কারণ জানতে চাইলে হাবিবুর রহমান খোকা বলেন, বৈঠকে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কারণ আসনটি বঙ্গবীরের নিজ এলাকা। ফলে উপনির্বাচনে অংশ না নিলে দলের নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই দলের কেন্দ্রীয় কমিটি এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পে একমত পোষণ করেছে। প্রসঙ্গত, দলীয় সরকারের অধীনে নির্বাচনের তীব্র বিরোধিতা করে গত ৫ জানুয়ারি নির্বাচনে অংশ নেননি বঙ্গবীর কাদের সিদ্দিকী। টাঙ্গাইল-৮ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ-দলীয় প্রার্থী কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ২০ জানুয়ারি তিনি ইন্তেকাল করায় আসনটি শূন্য হয়।