ফুডস্ট্যাম্প প্রতারণা
যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ফেডারেল সরকারের ফুডস্ট্যাম্প প্রতারণার অভিযোগে বাংলাদেশি মোহাম্মদ ইসমাইল হোসেনকে ক্যালিফোর্নিয়া আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
ইসমাইল হোসেনকে কিছু দিন আগে ফুডস্ট্যাম্প ক্রাইমে (অপরাধ) আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা যায়, তিনি অবৈধভাবে ফুডস্ট্যাম্প ব্যবসার সঙ্গে জড়িত থেকে ১৪টি কনভেনিয়েন্স মার্ট, বিশাল ভবন ও ব্যাংকে অনেক অর্থ জমা করেন। যা আমেরিকায় আইনের দৃষ্টিতে বড় ধরনের অপরাধ। বিচারে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ এ শাস্তি প্রদান করা হয়।
উল্লেখ্য, ইসমাইল হোসেন লস এঞ্জেলেস কমিউনিটির বেশ সুপরিচিত সাংস্কৃতিক-রাজনৈতিক ব্যাক্তিত্ব। কমিউনিটিতে বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে তিনি সব সময় সক্রিয় ভূমিকা রাখতেন বলে জানিয়েছেন প্রবাসীরা।
গত বছর বই মেলায় ‘শেখ মুজিবুর রহমান একটি মহাকাব্যের নাম’ নামে তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তিনি বাংলাদেশ চলচ্চিত্রে ডকুমেন্টারি বিভাগে জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন চলচ্চিত্রকার। তিনি অনলাইনে বাংলা বিশ্ববিদ্যালয় নামে একটি একাডেমি প্রতিষ্ঠা করেন।