ইরানে জাল ভিসাসহ ৪৮ বাংলাদেশি আটক
ইরানের সিরাজ বিমানবন্দরে জাল ভিসাসহ ৪৮ বাংলাদেশি আটক হয়েছে। এ সময় ইরানের দুই নাগরিককেও আটক করা হয়। তারা আটক বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপে প্রবেশে সহযোগিতা করছিল।
গত মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম আইএসএনএ-এর খবরে এ কথা জানানো হয়। আটকের পর ৪৮ বাংলাদেশিকে দুবাইয়ে ফেরত পাঠানো হয়েছে। আর দুই ইরানির বিরুদ্ধে ক্রিমিনাল আইনে মামলা হয়েছে।
সংবাদমাধ্যমটির খবরে আরো বলা হয়, আটককৃতরা বাংলাদেশ থেকে দুবাই হয়ে ইরানের সিরাজ বিমানবন্দরে আসে। এরপর তাদের ইরানের কুর্দিস্তান প্রদেশে যাওয়ার কথা ছিল। সেখান থেকে সীমান্ত পেরিয়ে তারা ইউরোপে ঢুকতে চেয়েছিল। আটক দুই ইরানের নাগরিক ওই সব বাংলাদেশিকে অবৈধভাবে ইউরোপে যেতে সহযোগিতা করছিল।