ইনকিলাবের তিন সাংবাদিকই মুক্ত
যৌথবাহিনীর অভিযান নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আটক দৈনিক ইনকিলাবের তিন সাংবাদিকই কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার তাদের জামিন মঞ্জুর করেন সিএমএম আদালতের বিচারক এম এ সালাম। এর পরিপ্রেক্ষিতেই কারাগার থেকে বের হলেন মিথ্যা সংবাদ প্রকাশের দায়ে অভিযুক্ত তিন সাংবাদিক।
বৃহস্পতিবার আদালতে জামিন মঞ্জুর হওয়ার পর ওইদিনই কারাগার থেকে মুক্তি পান ইনকিলাবের কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমান।
তবে জামিন মঞ্জুর হওয়ার পরও গতরাতটি কারাগারেই ছিলেন পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি এবং উপ-প্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদ। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে তারা কারাগার থেকে বের হন।
‘সাতক্ষীরায় অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অতিরিক্ত পুলিশ কমিশনার রাকিব উদ্দিনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর টিকাটুলীর আর কে মিশন রোডে ইনকিলাব ভবনের অভিযান চালায়। এ সময় পত্রিকাটির ৩ সাংবাদিককে আটক করা হয়।
ওই রাতেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।