রেলে নিয়োগ দুর্নীতি

মৃধাসহ ৫ জনের বিচার শুরু

নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বরখাস্ত) ইউসুফ আলী মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বাকি চার আসামি হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, অতিরিক্ত যন্ত্রপ্রকৗশলী হাফিজুর রহমান চৌধুরী, নিয়োগ পাওয়া দুই কর্মকর্তা সুলতানা বেগম ও গণেশ চন্দ্র শীল।
বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে শুনানি শেষে অভিযোগ গঠন করেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ৯ এপ্রিল মধ্যরাতে ঢাকায় বিজিবি সদর দফতরে সাবেক রেলমন্ত্রী সুরঞ্চিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনার পর ব্যাপক তোলপাড় শুরু হলে ওই গাড়িতে থাকা ইউসুফ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ কারণে চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদারও। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই গাড়িতে ৭০ লাখ টাকা ছিল, যা আদায় করা হয়েছে রেলে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে।
এরপর রেলওয়ের পূর্বাঞ্চলের রেলের ছয়টি পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ওই বছর ১৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এসএম রাশেদুর রেজা চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট বাদী অভিযোগপত্র দাখিল করেন। বুধবার আদালত পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করায় এ মামলায় আসামিদের বিচার শুরু হলো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button