খালেদা জিয়া সৌদি আরব পৌঁছেছেন

Kaleda
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওমরাহ পালন করতে সৌদি আরব পৌঁছলে সেখানকার বিএনপি নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান

শামিম আহমেদ মদীনা থেকে: জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল ভোরে সৌদি আরবের পবিত্র মদিনায় পৌঁছেছেন। মদিনা কিং আবদুল আজিজ বিমানবন্দরে বিপুল প্রবাসী বাংলাদেশী বেগম খালেদা জিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানান। সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে পবিত্র ওমরাহ পালনের জন্য তিনি এসেছেন। এমিরেটস এয়ার লাইন্সের একটি ফাইটে স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় তিনি মদিনা কিং আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছেন। বেগম খালেদা জিয়ার সাথে আছেন তার ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতিমা ও তাদের দুই ছেলে, বিএনপি সহসভাপতি শমসের মবিন চৌধুরী, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ, আলোকচিত্রী নূরউদ্দিন আহমেদ প্রমুখ। বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে বিপুল প্রবাসী বাংলাদেশী ও বিএনপি নেতাকর্মী স্বাগত জানান। বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানাতে সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবের নেতৃত্বে এ সময় সৌদি আরব বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নান্নু, সৌদি আরব যুবদল সভাপতি মোজাম্মেল হোসেন, খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদের প্রবাসী আহ্বায়ক ও যুবদল নেতা প্রিন্স আল লিন্টন, বিএনপি দফতর সম্পাদক মো: বাহাউদ্দিন, জাসাস সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মদিনা যুবদল সভাপতি জামান আহমেদসহ পবিত্র মদিনা ও মক্কা, জেদ্দা, দাম্মাম এবং রিয়াদ বিএনপির বিপুল নেতাকর্মী ও সাধারণ প্রবাসীরা বিমানবন্দরে জমায়েত হন। নেতাকর্মী ও প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনার পর সৌদি নিরাপত্তা বাহিনীর গাড়ির বহর ও মোটর শোভাযাত্রাসহ বিএনপি চেয়ারপারসনকে রাজকীয় অতিথি ভবন দারুল আম্মাম ভবনে নিয়ে যাওয়া হয়। সৌদিতে খালেদা জিয়ার সফরসূচি : বেগম খালেদা জিয়া মহানবী সা:-এর রওজা মোবারক জিয়ারত করবেন। ৩০ জুলাই পর্যন্ত পবিত্র মসজিদে নববীতে ইবাদত বন্দেগির মধ্যে কাটাবেন বেগম খালেদা জিয়া। এর পর মদিনা ত্যাগ করে ৩১ জুলাই মক্কায় পৌঁছে পবিত্র ওমরা পালন করবেন। বেগম খালেদা জিয়া সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের ইফতার মাহফিলে অংশ নেবেন। তিনি প্রবাসী বাংলাদেশীদের ইফতার মাহফিলেও অংশ নেবেন বলে জানা গেছে। পবিত্র ওমরাহ পালন শেষে ৫ আগস্ট শবে কদর পর্যন্ত পবিত্র কাবা ঘরে ইবাদত বন্দেগি করে ৬ আগস্ট তার দেশের উদ্দেশে সৌদি আরব ত্যাগ করার কথা রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button