তৃতীয় আব্দুল বাছিত বাদশা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৮ ফেব্রুয়ারী

যুক্তরাজ্য প্রবাসী তরুন রাজনীতিবিদ, ক্রীড়ানুরাগী ও যুক্তরাজ্য যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশার অর্থায়নে বিশ্বনাথ উপজেলায় আগামী ২৮ ফেব্রুয়ারী তৃতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে আব্দুল বাছিত ফুটবল টুর্নামেন্ট। বিশ্বনাথ উপজেলা খেলোয়াড় কল্যান সমিতির সার্বিক সহযোগীতায় এই টুর্নামেন্ট উপজেলা সদরের রাজনগরের মাঠে অনুষ্ঠিত হবে। এতে বিগত বছরগুলির মত এবারো বিশ্বনাথ উপজেলার প্রায় সব কমিটি নামিদামী ক্লাব অংশ নিবে বলে জানিয়েছেন আয়োজকগন। টুর্নামেন্টকে সফল করতে সকল প্রবাসী ও বিশ্বনাথ উপজেলার ক্রীড়ানুরাগীদের প্রতি সহযোগীতা কামনা করেছেন বিশ্বনাথ উপজেলা খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আক্তার হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক লোকমান মিয়া। একইভাবে টুর্নামেন্টকে সফল করতে সকলের সহযোগীতা কামনা করেছেন টুর্নামেন্টের পৃষ্টপোষক আব্দুল বাছিত বাদশা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button