‘অশ্লীল অঙ্গভঙ্গি’
বিসিবির কাঠগড়ায় সাকিব
অশালীন আচরনের দায়ে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বৃহস্পতিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে চলাকালে দলীয় সাজঘরে দৃষ্টিকটু আচরণ করেন সাকিব যা সমস্ত ক্রিকেটপ্রেমীকে মর্মাহত করে।
বাংলাদেশ ক্রিকেটে সাকিব এক অনুকরনীয় আদর্শ। কিন্তু ক্রিকেট ক্যারিয়ারে বেশ কিছু বিতর্কিত ঘটনা ঘটিয়ে বিস্তর সমালোচনারও জন্ম দিয়েছেন এই অল রাউন্ডার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশের ইনিংস চলাকালে আউট হয়ে সাজঘরে ফেরার পর সাকিব উর্ধ্বাঙ্গে একটি তোয়ালে জড়িয়ে সতীর্থদের খেলা দেখতে থাকেন। এ সময় ক্যামেরায় তাকে বেশ কয়েক বার ফোকাস করা হয়। কিন্তু তৃতীয়বার যখন তাকে ফোকাস করা হয় তখন তিনি এমন অশালীন অঙ্গভঙ্গি করেন যা দেখে হতবাক হয়ে যান ক্রিকেটপ্রেমীরা।এই কান্ডের বিবরণ লেখা বিব্রতকর। এটা পাঠকদের ছবি দেখেই বুঝে নিতে হবে।
এই অশোভন আচরনের ব্যাখা এবং করনীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতেই এক জরুরী বৈঠকে বসে বিসিবির কর্মকর্তারা। তলব করা হয় দেশসেরা অলরাউন্ডার সাকিব ও শফিউল ইসলামকে। শেষ খবর সাকিবের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে বিসিবির। তবে এখনো সাকিবের ভাগ্যে কি ঘটেছে তা জানা সম্ভব হয়নি।