অপরাধ স্বীকার
তিন ম্যাচের জন্য নিষিদ্ধ সাকিব
বাংলাদেশের অলরাউন্ডর সাকিব আল হাসানকে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তাকে তিন লাখ টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালে ‘সরাসরি টেলিভিশনে দেখানোর সময় অশ্লীল ভঙ্গিমা করায়’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এই শাস্তি দেয়।
এর ফলে সাকিব শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ এবং এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে (ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে) খেলতে পারবেন না। এর ফলে বাংলাদেশ বেশ সমস্যায় পড়বে। সাকিবকে তার আচরণের জন্য ডিসিপ্লিনারি কমিটি তলব করে।
শুক্রবার সাকিব ডিসিপ্লিনারি কমিটির কাছে উপস্থিত হয়ে অপরাধ স্বীকার করে নেন।
বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘ওই ঘটনার জন্য সাকিব অনুতপ্ত। তিনি তার মতো অভিজ্ঞ এবং মর্যাদার খেলোয়াড়ের কাছ থেকে এ ধরনের আচরণ অনাকাক্সিত। আমরা তাকে বলে দিয়েছি, তার এই কাজ অগ্রহণযোগ্য।’