বাবুনগর মাদরাসার ইসলামী সম্মেলনে আল্লামা শফী
কওমি মাদরাসা ইসলামী শিক্ষার শেকড়
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, নাস্তিকরা পাগলের সমান, কারণ তারা সৃষ্টিকর্তার বিশ্বাস করে না। যদি নিজেদের জীবন আছে বিশ্বাস করে তাহলে সৃষ্টিকর্তা আছে বিশ্বাস করবে না কেন ?
তিনি শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার দুই দিনব্যাপী ইসলামী সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আলামা শফী বলেন, কওমি মাদরাসা ইসলামী শিক্ষার শেকড়। এসব মাদরাসায় প্রকৃত দ্বীনি শিক্ষা দেয়া হচ্ছে। যা ইহকাল ও পরকালের পাথেয় হয়ে থাকে।
মাদরাসার মুহতামিম মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন মুফতি মোহাম্মদ ইকবাল। এতে বিশেষ অতিথি ছিলেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।
আরো বক্তব্য রাখেন আল্লামা আব্দুল হামিদ (পীর ছাহেব মধুপুর), হেফাজতের যুগ্ম-মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিব, ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা ওবাইদুর রহমান খান নদভী, মুফতি আবু মাকনুন বাবুনগরী, মাওলানা আবদুল বাসেত খান, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা জুবাইর আনসারী প্রমুখ।
সমাবেশে দলের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, ইসলাম সবসময়ই সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে। তাদের ওপর নির্যাতন কখনই ইসলাম সমর্থন করে না।
তিনি আরো বলেন, এ দেশে হিন্দুরা থাকতে পারবেন, খ্্িরষ্টানরা থাকতে পারবেন। কিন্তু নাস্তিকরা থাকতে পারবেন না।