লন্ডনের শহীদ মিনারে বাঙালির ঢল
মহান একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরেই লন্ডনে আলতাপ আলী পার্কে অবস্থিত শহীদ মিনারে মানুষের ঢল নামে। প্রচণ্ড শীত উপেক্ষা করে মাঝরাতেই প্রবাসী বাঙালিরা বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুতফুর রহমানের রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এরপর একে একে লন্ডন বাংলা প্রেস ক্লাব, টাওয়ার হ্যমলেটস লেবার পার্টি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য বিএনপি, যুক্তরাজ্য জাতীয় পার্টি, প্রজন্ম ৭১, যুক্তরাজ্য উদীসি শিল্পীগোষ্ঠী, সোনালী ব্যাংক ইউকে, যুক্তরাজ্যস্ত ছাত্রলীগ, যুবলীগ, যুবদল, সেচ্ছাসেবক দলসহ প্রায় অর্ধ শতাধিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়। কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যদিয়ে সহস্রাধিক মানুষ অমর একুশের শহীদদের জানায় তাদের বিনম্র শ্রদ্ধা।