আমি হিলারির বান্ধবী : মুরসিপত্নী
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির স্ত্রী নাগলা মাহমুদ নিজেকে হিলারি ক্লিনটনের বান্ধবী বলে দাবি করেছেন। ক্লিনটন পরিবারের সঙ্গে তার পরিবারের সম্পর্ক সেই ১৯৮০’র দশক থেকেই বলে জানান নাগলা। সোমবার আনাতোলিয়া নিউজ এজেন্সি এ খবর জানায়।
মুরসিপত্নী জানান, তার পরিবার যুক্তরাষ্ট্রে বাস করার সময় থেকেই হিলারির সঙ্গে তার বন্ধুত্ব তৈরি হয়।
“আমাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। আমরা যখন যুক্তরাষ্ট্রে বাস করতাম তখনই এ বন্ধুত্ব তৈরি হয়। আমাদের ছেলেমেয়েরা যুক্তরাষ্ট্রেই পড়াশোনা করেছে। আমার স্বামী (মোহাম্মদ মুরসি) যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন হিলারির সঙ্গে সম্পর্ক আরো বৃদ্ধি পায়।” বলেন নাগলা মাহমুদ।
তিনি আরো জানান, মুসলিম সিস্টারহুডের বিভিন্ন ব্যবসায়িক ব্যাপারে হিলারির সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো। উল্লেখ্য, মুসলিম সিস্টারহুড হচ্ছে মিশরের মুসলিম ব্রাদারহুডের নারী শাখা। এ ছাড়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি সহায়তা করে থাকেন হিলারি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ জুলাই এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। এরপর থেকেই আটকে রেখেছে সেনবাহিনী।