অশ্লীলতা, শিরক্ ও ইসলাম নির্মূল নীতি বর্জনের আহ্বান

মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখা ঈমানী দায়িত্ব

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল তিনটায় রাজধানীর ধানমন্ডিস্থ একটি অডিটরিয়ামে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মহিউদ্দীন রব্বানীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন ইসলামী দলসমূহের সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খান, পরিষদের যুগ্মমহাসচিব ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মুহাদ্দিস আবুল হাসান, মাওলানা আব্দুল মোমেন নাছেরী পীর সাহেব মীরের সরাই, মাওলানা শাহ আরিফ বিল্ল¬াহ সিদ্দিকী পীর সাহেব শর্ষীণা, মুফতি তাজুল ইসলাম কাউসারী, মুফতি বাকীবিল্লাহ, ইমাম-খতীব পরিষদের সভাপতি মুফতি মাসউদুর রহমান প্রমুখ।
মাহফিলে বক্তাগণ বলেন, মাতৃভাষার মর্যাদা অক্ষুণœ রাখা সকলের ঈমানী ও নৈতিক দায়িত্ব। কিন্তু আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ইসলামপন্থীদের বিরুদ্ধে জেল-যুলুম, গ্রেফতার ও হয়রানি যে বিপদজনক আকার ধারণ করছে তা দেশের জন্য হুমকিস্বরূপ।
ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, মাতৃভাষা আল্লাহ প্রদত্ত একটি বিশেষ নিয়ামত। আল্লাহ তা’য়ালা বলেন, “আমি যেসমস্ত নবী ও রাসূল পাঠিয়েছি, তাঁকে তাদের স্বগোত্রীয় মাতৃভাষায়ই পাঠিয়েছি। যাতে তারা উম্মতদেরকে সুস্পষ্টরূপে দ্বীনি বিধান বুঝাতে পারেন।” (সূরা ইব্রাহীম আয়াত-০৪)  মাতৃভার্ষার মাধ্যম ছাড়া কুরআন, সুন্নাহ ও ইসলামী জ্ঞানার্জন করা অসম্ভব। মাতৃভাষা দিবসে অশ্লীলতা, শিরক্, ইসলাম নির্মূল নীতি, ও ইসলামপন্থীদের নির্যাতন বন্ধ সময়ের দাবি ।
সভাপতির বক্তব্যে মাওলানা মহিউদ্দী রব্বানীর বলেন, আল্লাহ তা’য়ালা যুগে-যুগে নবী এবং রাসূগণকে বিভিন্ন গোত্র ও দেশের মাতৃভাষার পারদর্শীদেরকেই নবুয়াত ও রিসালাত দিয়ে পাঠিয়েছেন। এজন্য ইসলামী আদর্শের ভিত্তিতেই বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে। অশ্লীলতা ও ইসলামপন্থীদের নির্যাতন বন্ধ না করলে আল্লাহর গজব পড়বে।
অনুষ্ঠানে ১৯৫২’র ভাষা আন্দোলনের বীর শহীদদের এবং বিভিন্ন সময়ে ইসলাম ও দেশের স্বার্থে যারা শহীদ হয়েছেন সকলের জন্য বিশেষ দোয়া করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button