বিশেষ নজরদারিতে থাকবেন পাক-ভারত ক্রিকেটাররা

এশিয়া কাপে অংশ নিতে আজ বাংলাদেশে আসছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ক্রিকেট দল। আর কাল আসবে ভারত। শ্রীলংকা প্রায় একমাস আগেই বাংলাদেশে এসেছে। ২৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে এশিয়া কাপের ১২তম আসর। এবার এই আসরে অংশ নিবে ৫টি দেশ। এর মধ্যে আছে স্বাগতিক বাংলাদেশ, শ্রীলংকা, ভারত ও পাকিস্তানের আর নবাগত আফগানিস্তান। ২৫ ফেব্রুয়ারি ফতুল্লা স্টেডিয়ামে শুরু হবে এশিয়া কাপ। এই মাঠেই হবে প্রথম পাঁচটি ম্যাচ। ফাইনালসহ বাকি ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এশিয়া কাপে এবার বিশেষ নজরদারিতে থাকবে পাকিস্তান আর ভারতের ক্রিকেটাররা। বিশ্ব ক্রিকেটে পাকিস্তানি ও ভারতীয় ক্রিকেটারদের অর্থ কেলেঙ্কারির ঘটনা নতুন কিছু নয়। বাংলাদেশে বিপিএলের দ্বিতীয় আসরে জুয়াড়িদের কাছ থেকে পাকিস্তানি ক্রিকেটারদের অর্থ নেয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায়  বিসিবির নিরাপত্তা বাহিনী দুই বুকিকে আটক করেছিল। তাই এবার ১২তম এশিয়া কাপে পাকিস্তানি ও ভারতীয় ক্রিকেটারদের ওপর বিশেষ নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিসিবি সূত্র থেকে জানা গেছে। এই নজরদারির জন্য আইসিসির বিশেষ নিরাপত্তা  সেল, এসিসির মনিটরিং টিম ও বিসিবির বিশেষ নিরাপত্তা বাহিনী যৌথভাবে কাজ করবে। এ ছাড়া বিপিএলে বিসিবির অভিজ্ঞতা কাজে লাগাতে যৌথ পরিকল্পনা নিয়েছে আইসিসি ও এসিসি। আইসিসি-এসিসি-বিসিবি ছাড়াও পুলিশ, র‌্যাব, এনএসআইসহ বিভিন্ন সংস্থার সদস্যরা এশিয়া কাপে কাজ করবেন ১০টি স্তরে ভাগ হয়ে। তাদের মূল কাজ নিরাপত্তা নিশ্চিত করা। এর সঙ্গে থাকবে বুকিদের ওপর বিশেষ নজরদারি। এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার লক্ষ্যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চারদিনব্যাপী অনুশীলন করছে পাকিস্তান দল। গতকাল এ অনুশীলন শেষ হয়েছে। তাই আজই বাংলাদেশে আসছে পাকিস্তান। অন্যদিকে নিউজিল্যান্ডে সফরে হতাশাজনক পারফরম্যান্স শেষে দেশে ফিরেছে ভারত। ওই সফরে ৪-০ ব্যবধানে ওয়ানডে এবং ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে ভারত। দুই দিন বিশ্রাম শেষে কাল বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান ও টুর্নামেন্টের চারবারের শিরোপাজয়ী শ্রীলঙ্কা। পরের দিন স্বাগতিক ও গতবারের রানার্স-আপ বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়া কাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। প্রতিযোগিতার পঞ্চম দল আফগানিস্তান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button