আমি ভীষণ দুঃখিত : সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলার সময় টিভি রিপ্লেতে অহেতুক শট খেলে আউট হওয়ার দৃশ্য দেখানোর প্রতিক্রিয়ায় ড্রেসিংরুমে বসে থাকা সাকিব আল হাসান ক্যামেরার দিকে তাকিয়ে যে ইঙ্গিত করেছিলেন তা কারো কাছেই ভালো ঠেকেনি। এজন্য সাকিবকে পেতে হয়েছে শাস্তি। তিনি তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। পাশাপাশি জরিমানা করা হয়েছে তিন লাখ টাকা। এ নিয়ে স্তম্ভিত ক্রিকেটাঙ্গন। চার দিকে চলছে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা। বিশ্বখ্যাত এই ক্রিকেটতারকা নিজের ভুল বুঝতে পেরে ফেসবুকে নিজের অফিসিয়াল ফ্যান পেজে দুঃখ প্রকাশ করেছেন।
তিনি সেখানে লিখেছেন:
‘প্রিয় সমর্থক ও ভালোবাসার ক্রিকেট দল, গতকালের ম্যাচে আমার আচরণের জন্য আমি ভীষণ দুঃখিত। হঠাৎ আউট হয়ে যাওয়ায় ভীষণ ভেঙে পড়েছিলাম। আমি আবেগ সামলাতে পারিনি। অনেকে আমাকে আদর্শ মনে করেন। ফলে এভাবে প্রতিক্রিয়া প্রকাশ না করাই উচিত ছিল। বিসিবি, সতীর্থ, সমর্থক এবং সকল বাংলাদেশির কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এমনটা না হয়, তার সর্বোচ্চ চেষ্টা করব। টাইগাররা এগিয়ে যাও। সাকিব আল হাসান’