জালিয়াতির ঘটনার জন্য ব্যাংকের দুর্বলতা দায়ী : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ব্যাংকিং ব্যবস্থায় যেসব জাল-জালিয়াতির ঘটনা ঘটে তার প্রধান কারণ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা। আর এ কারণেই ২০১২ সালে সোনালী ব্যাংকে হলমার্ক কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল। শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে সোনালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ২০১২ সালে হলমার্কের জালিয়াতি ঘটনার অন্যতম কারণ সোনালী ব্যাংকের অভ্যন্তরীণ দুর্বলতা । হলমার্কসহ ব্যাংকের বিভিন্ন জালিয়াতি রোধে ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের নির্দেশও দেন তিনি।
অর্থমন্ত্রী আরো বলেন, অলস টাকা আদায় করে ব্যবসা করা ব্যাংকের কাজ। আর এটা করে ব্যাংককে ব্যবসা করতে হবে। তাই কী ধরনের সেবা কিংবা কিভাবে সেবা দিতে হয়, ব্যাংক সেবা দিতে গেলে তা জানতে হবে।