সোনালী ব্যাংকের টাকা চুরি
মূল পরিকল্পনাকারী আটক
কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের টাকা চুরির মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম সিরাজউদ্দিন ভূইঞা। তিনি টাকাসহ গ্রেফতারকৃত সোহেল ওরফে ইউসুফ মুন্সির মামা শ্বশুর। আজ শনিবার ভোর সোয়া ৬টার দিকে ভৈরব রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সিরাজউদ্দিন সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের টাকা চুরির মূল পরিকল্পনাকারী। সকাল সোয়া ১০টায় গ্রেফতারকৃত সিরাজউদ্দিনকে কিশোরগঞ্জ নেয়া হয়েছে।
গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের ওই শাখা থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরির বিষয়টি ধরা পড়ে। পরে ২৮ জানুয়ারি ঢাকার কদমতলী এলাকা থেকে ১৬ কোটি ১৯ লাখ টাকাসহ সোহেলকে গ্রেফতার করে র্যাব।