ইষ্ট লন্ডনে ভাষা দিবসের অনুষ্ঠানে রক্তক্ষয়ি সংঘর্ষ
পূর্ব শত্রুতার জের ধরে লন্ডনে বাংলাদেশের দুই গ্রুপ ভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংঘর্ষে লিপ্ত হয়। খবরে বলা হয়, বাংলাদেশের সংঘাতময় রাজনীতির সর্বশেষ রূপ দেখা গেল ইষ্ট লন্ডনের আফতাব আলি পার্কে। মহিলা শিশুর উপস্হিতিতে চলতে থাকে এ রক্তক্ষয়ি সংঘর্ষ। অস্ত্র হিসাবে লোহার রড, লোহার বেরিকেড ব্যবহার করে একে অপরের উপর আক্রমন করে।
ভাষা শহীদদের স্মরনে পুষ্পস্তাবক অর্পনের জন্য মধ্যরাতে শত শত বাংলাদেশি নারী, পুরুষ , শিশু আলতাব পার্কে জড়ো হয়। তবে পুষ্পস্তাবক অর্পনের আগেই দুই গ্রুপের সংঘর্ষে অনুষ্ঠান পন্ড হয়ে যায়।
একটি গ্রুপ বাংলাদেশে যুদ্ধাপরাধীর ফাঁসি চেয়ে শ্লোগান দিতে থাকলে, অন্যটি একটি গ্রুপ শহীদ দিবসে যুদ্ধাপরাধের ইস্যু নিয়ে শ্লোগানের বিরোধিতা করে। প্রথমে বাকবিতন্ডার মধ্যে সীমাবদ্ধ থাকলেও কিছুক্ষনের মধ্যেই তা রক্তক্ষয়ি সংঘর্ষে রূপ নেয়।
পরবর্তীতে পুলিশের উপস্হিতিতে সবাইকে পার্ক থেকে বের করে দেওয়া হয় ও পরিস্হিতি নিয়ন্ত্রনে আনা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা নিশ্চিৎ ভাবে জানা যায়নি।