৪টি বাস ভাঙচুর
ধর্মঘটে অচল ইসলামী বিশ্ববিদ্যালয়
পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ডাকা ধর্মঘটের প্রথম দিনে শনিবার ক্যাম্পাসে কোনো কাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সকালে পুলিশি পাহারায় ঝিনাইদহ ও কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাস ক্যাম্পাসে প্রবেশ করেছে। সব কটি বাস আসতে না পারায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে পারেননি। তাই কাস-পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে না।
এদিকে ধর্মঘট চলাকলে ক্যাম্পাসে চারটি বাস ভাঙচুর করেছে সংগঠনটির নেতা-কর্মীরা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান গেটের সামনে থেকে হামলা চালিয়ে বাসগুলো ভাঙচুর করে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুত্র জানিয়েছে, সকালে শিার্থীদের নিয়ে কুষ্টিয়া থেকে বেশ কিছু বাস ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যায়। বাসগুলো ক্যাম্পাসের সামনে পৌঁছানোর পর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলায় ক্যাম্পাসের চারটি বাস ক্ষতিগ্রস্ত হয়।