ইতালির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ম্যাত্তিও
ইতালির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মধ্য-বামপন্থী রাজনীতিক ম্যাত্তিও রেনজি। ডেমোক্র্যাটিক দলের ৩৯ বছর বয়সি এ নেতা হলেন দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।
শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে সরকার পরিচালনার নেতৃত্ব দেয়ার দায়িত্ব নেন এবং মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন। এবারের মন্ত্রিসভার প্রায় অর্ধেকই নারী। শপথের পর রেনজি বলেছেন, তার নেতৃত্বাধীন জোট সরকার ইতালির স্থবির হওয় পড়া অর্থনীতিকে আশার আলো দেখাবেন।
চলতি মাসের প্রথম দিকে রেনজি সাবেক প্রধানমন্ত্রী এনরিকো লিত্তাকে পদত্যাগে বাধ্য করেন।
আগামী চার মাসের মধ্যে চাকরির বাজার, কর এবং শিক্ষা ব্যবস্থা ঠিক করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। শনিবারের মধ্যেই তার সরকার দেশের উন্নয়নে কাজ শুরু করবে বলেও তিনি উল্লেখ করেন। তবে, আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর আগে তার সরকারকে আস্থা ভোটে জিততে হবে। সোমবার এ ভোট হতে পারে।
ফ্লোরেন্স শহরের মেয়র হিসেবে কাজ করার সময় রেনজি খ্যাতি অর্জন করেন তবে জাতীয় পর্যায়ে সরকারের সঙ্গে কাজ করার কোনো অভিজ্ঞতা তার নেই।